In

 পশ্চিমবঙ্গে শুরু  এস.আই.আর (SIR)


এবার আসি পশ্চিমবঙ্গে SIR যে হবে, তার জন্যে কী কী নথি / ডকুমেন্ট এর প্রয়োজন?




ভারতের নির্বাচন কমিশন (ECI) পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধন কর্মসূচি বা Special Intensive Revision (SIR) ঘোষণা করেছে। এই কর্মসূচির দ্বিতীয় ধাপ (Phase 2)-এ পশ্চিমবঙ্গসহ মোট ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।


SIR পর্ব ২ অন্তর্ভুক্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, বিহার, তেলেঙ্গানা সহ আরও কয়েকটি রাজ্য।


গুরুত্বপূর্ণ তারিখ:


বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হবে ৪ নভেম্বর ২০২৫ থেকে।

খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর ২০২৫-এ।

চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।


তবে বিহার এ দেখা গেছে যে বহু ক্ষেত্রে BLO (বুথ লেভেল অফিসার) রা বাড়ি বাড়ি গিয়ে নথি / তথ্য সংগ্রহ করেনি তাই সেক্ষেত্রে সাধারণ মানুষকে / স্থানীয় সংঘঠন গুলোকেই দায়িত্ব নিয়ে সেই সব নথি / তথ্য পৌঁছে দিতে হয়েছে।


_________________________


আপডেট ১ 


যাদের সমস্ত নথি ঠিক আছে / যাদের নাম খসড়া তালিকায় আছে তারা শুধুমাত্র সেটা ভেরিফাই (যাচাই) করে নেবে। এই ক্ষেত্রে তাদের কোনো ফর্ম জমা দিতে হবে না।


ফর্ম কারা কারা জমা দেবে এবং কোন কোন ক্ষেত্রে দেবে, তাদের জন্যে এই পোস্টটা।


_________________________


পশ্চিমবঙ্গে SIR-এর জন্যে কী কী নথি প্রয়োজন?


যদি তুমি নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্ত করতে চাও বা পুরনো তথ্য সংশোধন করতে চাও, তাহলে নিচের নথিগুলি প্রয়োজন হতে পারে—


১. পরিচয় প্রমাণ (Proof of Identity)

২. ঠিকানার প্রমাণ (Proof of Address)

৩. বয়সের প্রমাণ (Proof of Age)


পরিচয় প্রমাণের জন্যে লাগবে—


আধার কার্ড

পাসপোর্ট

প্যান কার্ড

ড্রাইভিং লাইসেন্স

সরকার কর্তৃক প্রদত্ত ফটো আইডি

সরকারি বা আধা-সরকারি সংস্থার কর্মচারী পরিচয়পত্র

পেনশন পে‌মেন্ট অর্ডার (Pension Payment Order)


ঠিকানার প্রমাণের জন্যে লাগবে—


বিদ্যুৎ বা গ্যাস বিল

ব্যাঙ্ক পাসবুক / পোস্ট অফিস পাসবুক

বাড়ি ভাড়ার চুক্তি বা বাড়ির মালিকানার কাগজ

রেশন কার্ড

ভূমি বা বাড়ি বরাদ্দের সনদ (Land/House Allotment Certificate)

জেলা ম‍্যাজিস্ট্রেট বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী নিবাস সনদ (Domicile Certificate)

পরিবার রেজিস্টার / Family Register


বয়সের প্রমাণের জন্যে লাগবে—


জন্ম সনদ (Birth Certificate)

স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মেট্রিক/উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট

স্কুলের লিভিং সার্টিফিকেট

দশম শ্রেণির অ্যাডমিট কার্ড বা মার্কশিট


এগুলো ছাড়াও অন্যান্য অনুমোদিত নথি যেগুলো গ্রহণযোগ্য করা হবে—


জাতি / জনজাতি সনদ (SC/ST/OBC Certificate)

বন অধিকার সনদ (Forest Rights Certificate)

NRC-এর রেকর্ড (যদি প্রযোজ্য হয়)

১ জুলাই ১৯৮৭-এর আগে ইস্যু করা সরকারি পরিচয়পত্র বা নথি

আধার কার্ড (শুধুমাত্র পরিচয় প্রমাণ হিসেবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়)


----


১ জুলাই ১৯৮৭ থেকে ২ ডিসেম্বর ২০০৪-এর মধ্যে জন্ম হলে, প্রমাণ করতে হবে যে, তুমি এবং তোমার বাবা-মায়ের অন্তত একজন ভারতে জন্মেছেন। 


এবার যে সমস্যাটা হবে সেটা হলো যাদের জন্ম ১ জুলাই ১৯৮৭-এর আগে বা অনেকক্ষেত্রেই ২০০৪ সালের আগে তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই। কারণ সে সময় অনেকেরই জন্ম হয়েছে যে যার বাড়িতে। খুব কম মানুষের হাসপাতালে জন্ম হয়েছে। সেক্ষেত্রে কী করণীয়?


সেক্ষেত্রে বলা হচ্ছে যে যাদের জন্ম ওই ১ জুলাই ১৯৮৭-এর আগে এবং ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল, তাহলে যেটা করতে হবে সেটা হলো—


২০০২ সালের ভোটার লিস্ট এর সেরোক্স কপি জোগাড় করে রাখতে হবে একটা এবং সাথে অন্যান্য নথি / ডকুমেন্ট যা যা আছে সেগুলো।


যদি জন্ম ১ জুলাই ১৯৮৭-এর আগে হয় এবং ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে যেটা করতে হবে সেটা হলো—


বাবা এবং মায়ের ২০০২ সালের ভোটার লিস্টের জেরক্স কপি

এবং বাকি তোমার যা যা নথি / ডকুমেন্ট আছে সেগুলো


যদি জন্ম ১ জুলাই ১৯৮৭ থেকে ২ ডিসেম্বর ২০০৪-এর মধ্যে হয় কিন্তু ওই ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তাহলে তাদের যেটা করতে হবে—


বাবা এবং মায়ের ২০০২ সালের ভোটার লিস্টের জেরক্স কপি

এবং বাকি তোমার যা যা নথি / ডকুমেন্ট আছে সেগুলো


যাদের জন্ম ২ ডিসেম্বর ২০০৪-এর পর তাদের কে—


বাবা এবং মায়ের ২০০২ সালের ভোটার লিস্টের জেরক্স কপি

এবং বাকি তোমার যা যা নথি / ডকুমেন্ট আছে সেগুলো


----------


এই প্রতিটা ক্ষেত্রেই নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি (রঙিন) রাখবে অন্তত ২-৩ কপি। এগুলো এখন থেকেই করিয়ে রাখো যাতে পরে সমস্যা না হয়।


--------


কোন ফর্ম কাদের জন্যে?


ফর্ম-৬

নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্ত করার জন্য তোমরা ফর্ম-৬ ব্যবহার করবে


ফর্ম-৭

ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার জন্য ফর্ম-৭ ব্যবহার করবে।

(যদি কোনো ব্যক্তি মারা গেছেন, অন্য এলাকায় চলে গেছেন, বা ভুলবশত কারও নাম তালিকায় থেকে যায়, তাহলে এই ফর্মে আবেদন করে নাম বাদ দেওয়া যায়।


ফর্ম-৮

ভোটার তথ্য সংশোধন বা আপডেট করার জন্য ফর্ম-৮ ব্যবহার করবে।


ফর্ম-৮(এ)

একই বিধানসভা এলাকায় ঠিকানা পরিবর্তনের জন্য এই ফর্মটি ব্যবহার করতে হবে।


------


অনলাইন এ যদি কেউ করতে চাও তাহলে https://voters.eci.gov.in এই ওয়েবসাইট এ যেতে হবে। ভিডিও লিংক দিয়ে দেবো আজকালের মধ্যে।


অফলিনে এ যদি কেউ করতে চাও তাহলে নির্ধারিত সময়ের মধ্যে বুথ লেভেল অফিসার (BLO)-এর হাতে প্রয়োজনীয় ফর্ম ও নথিপত্র জমা দিতে হবে।


-----


যদি এর বেশি আরো কোনো তথ্য আমাদের কাছে আসে, আমরা এই পোস্ট এ যোগ করে দেবো।


_________________________


আপডেট ২ - অনেকেই জানতে চাইছো যে নথি / ডকুমেন্ট গুলো কি প্রত্যেকটাই লাগবে নাকি এক-দুটো করে।


সাধারণত ১-২ টি ডকুমেন্ট / নথি লাগে তবে তোমাদের কাছে যদি তার চেয়ে বেশি থাকে তাহলে সেগুলোও রাখবে যত্ন করে।


_________________________


S.I.R Document 

West Bengal sir update 

Sir problem Bengal 

Hindu vote 

Muslim vote 

#Updatessir

#Election

#SIR #WestBengal #VotersList #Election #ElectionCommission

Post a Comment

Thank you visit again

Previous Post Next Post