In

তুলসী গাছ,,,

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী গাছ অতি পবিত্র বিবেচিত। সম্ভবত তুলসী গাছ নেই এমন হিন্দুবাড়ী পাওয়া যাবে না। হিন্দুবাড়ীর তুলসী গাছগুলোর গোড়ায় ত্রিসন্ধ্যা জল ও আরতী করা হয় । এছাড়াও প্রতিদিনের গৃহ দেবতার পূজোয় বা ভোগে তুলসী পাতা, মঞ্জুরী ব্যবহার করা হয়। তুলসীর অতি পবিত্র বলে হিন্দু শাস্ত্রাদিতে বর্ণিত আছে “যারা প্রত্যহ তুলসীর দর্শন, স্পর্শন, ধ্যান, গুণ কীর্তন, প্রণাম, গুণশ্রবন, রোপন, জল প্রদান ও পূজা এই নয় প্রকারে তুলসীর ভজনা করেন তারা সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বসতি লাভ করেন ।

তুলসী পূজোয়ে যে সকল মন্ত্র বা শ্লোক বলে সেগুলো হল –

• তুলসীতে জলদান মন্ত্র- ওঁ নমো গোবিন্দবল্লাভাং দেবীং ভক্ত চৈতন্যকারিনীম্ স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণুভক্তি প্রদায়িনিম্।

• তুলসী প্রণাম মন্ত্র- ওঁ নমোবৃন্দায়ৈ তুলসীদেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবীঃ সত্যবত্যৈ নমোনমঃ।।

• তুলসী চয়ন মন্ত্র বা তুলসী পাতা তোলার মন্ত্র-ওঁ তুলস্যমৃতজন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়া কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে
(দ্বাদশী তিথিতে তুলসী চয়ন নিষিদ্ধ)

• তুলসী প্রদক্ষিণ মন্ত্র- যানি কানি চ পাপানি ব্রহ্মহপ্যাদি কানি চ তানি তানি প্রণসান্তি প্রদক্ষিণ পদে পদে।।

বি : দ্র : ভাল লাগলে অন্যদের সাথে শেয়ার করুন

Post a Comment

Thank you visit again

Previous Post Next Post