অযোধ্যা কাঁকসা
পানাগর থেকে হাইরোড ধরে অযোধ্য গ্রাম যেতে হবে খুবই প্রাচীন এবং ৩২ গ্রাম প্রায় তিন হাজার লোকের বস হিন্দু মুসলমান সহ প্রায় সম্পদের মানুষ সেখানে রয়েছেন পিতলের শিল্প কাজের জন্য এই গ্রাম একসঙ্গে বিশেষ খ্যাতি ছিল তারই নির্দেশনা রূপে গ্রামে রয়েছে একটি পিতলের রথ।
রথটি প্রাচীন কিন্তু কত সালের পুরানো তা সঠিক তথ্য পাওয়া যায়নি ।
প্রতিবছর অত সময় প্রাচীন শিল্পকর্ম সমৃদ্ধি কেন্দ্র করে বিশাল উৎসব হয় রথের সর্বোচ্চ অপূর্ব শিল্পকর্মের জন্য সাধারণ মানুষের সঙ্গে বহু দেখতে আসেন সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত ৭ দিন অযোধ্যা গ্রামের 4/5 হাজার মানুষের ভিড়ে কোলাহল হয়ে থাকে।
রথযাত্রার সময় এখানে সাতদিন সাতদিন ধরে প্রচুর মেলা বসে দূর দূরান্ত থেকে মানুষ আছে ১০০ থেকে ২০০ টি মেলা বসে দোকান বসে বিভিন্ন পসরা সাজিয়ে বসে।
আশেপাশ থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মেলা দেখতে আসে এবং ভিরবারটা হয় প্রচুর ঘুম হয়, মেলা কমিটির মেলা পরিচালনা করেন দোকানদারদের কাছ থেকে কিছু চাঁদা তুলে সেই প্রাচীন রক্তের শিল্পনির্দেশনে এতই মূল্যবান যে এটি রক্ষণাবেক্ষণের জন্য লেখার প্রয়োজন গুলো মনে করছে কিছু সংস্কারের দরকার বলে স্থান স্থানীয় মানুষ এর উন্নতি করবে।
মনে করেন এই তথ্যটি কি ভুল তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং মেইল করবেন অথবা কমেন্ট এর পুরো তথ্য লিখবেন সেটি পোস্টে পরবর্তীকালে যোগ করতে হবে এবং আপনার নাম সমেত পোস্ট করা হবে।
Post a Comment
Thank you visit again