কাটোয়া থেকে দীঘা যাওয়ার S.B.S.T.C বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ডিটেলসে রইলো কিছু তথ্য:
1. সময়: 10 ঘণ্টা লাগবে।
কাটোয়া থেকে ছাড়বে সকাল 7টা বেজে 5 মিনিটে। দীঘায় পৌঁছতে বাজবে বিকেল 4.55 মিনিট।
অপরদিকে, দীঘা থেকে কাটোয়া আসার সময় -
সকাল 8টা বেজে 5 মিনিটে দীঘা থেকে ছেড়ে আসবে,কাটোয়া পৌঁছবে বিকেল 5টা 45 এ.
2. প্রত্যহ চলবে বলে জানা গেছে ।
3. ভাড়া 255 টাকা,
4. Non AC
5. এখনো পর্যন্ত অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধা নেই। অনলাইনে আপডেট করা হয়নি। হলে জানবো জানাব
তাই টিকিট বুক বাস স্ট্যান্ডে গিয়ে করতে হবে।
6. ভায়া - কাটোয়া - ভাতার - বর্ধমান - সেহরাবাজার - আরামবাগ - ক্ষীরপাই - মেদিনীপুর - খড়গপুর - বেলদা - এগরা - কাঁথি
7. বর্ধমানের কলেজমোর থেকে এই বাস পাওয়া যাবে।
এই পর্যন্তই আপডেট রয়েছে ,আরো কিছু জানার থাকলে জানাবেন পরের পোস্টে ans দেবো।

Post a Comment
Thank you visit again